রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ: পিছিয়েছে এএসআই রায়হানুলের শুনানি

রংপুরে স্কুলছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামি পুলিশের গোয়েন্দা শাখার এএসআই রায়হানের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ ব্যুবো অব ইনভেসটিকেশন (পিবিআই)।

শুনানির জন্য ৪ নভেম্বর দিন ধার্য করেছেন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। 

এর আগে গতকাল রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইনস থেকে রায়হানকে গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে হাজির করা হয় আদালতে। গত রোববার হারাগাছ উপজেলার কেদারের পুল মহল্লার একটি বাসায় নিয়ে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করা হয়। 

খবর পেয়ে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করে পুলিশ। এ ঘটনায় মেয়েটির বাবা মামলা করলে ধর্ষণের সহযোগী ২ নারীসহ ৪ জনকে গ্রেফতার করে। মামলটি তদন্ত করছে পিবিআই।