রাজধানীর পল্লবীতে গণধর্ষণের শিকার হয়েছেন ১২ বছরের এক শিশু। বাসার ঠিকানা ভুলে যাওয়া ওই শিশুকে বাসায় পৌঁছে দেয়ার নাম করে মেসে নিয়ে ধর্ষণ করে চার বখাটে। এ ঘটনায় রোববার চার ধর্ষককেই গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ।
পল্লবী থানা পুলিশ জানায়, মামলার পরেই ওই চার যুবককে গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে।
পুলিশ জানায়, মেয়েটির বাড়ি নোয়াখালী জেলায়। গত দুইদিন আগে সে বাবার কাছে কালশি এলাকায় আসে। শনিবার রাতে বাবার সাথে রাগ করে বাসার বাইরে যায় শিশুটি। পথ ভুল করে কালশি কবরস্থান এলাকায় গেলে আলামিন, জুয়েল, মিন্টু ও হৃদয় নামে চার বখাটে শিশুটিকে ফুঁসলিয়ে একটি মেসে নিয়ে যায়। ভোরে মেয়েটির চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে।