ঢাকার মগবাজার লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুজন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
ট্রেন আসার আগে লেভেল ক্রসিংয়ের বার নামানোর পরও মোটর সাইকেল চালক তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে প্রত্যক্ষদর্শী ও রেল কর্মকর্তারা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৭ টার কিছু পরে কমলাপুর ছেড়ে আসা একটি ট্রেন মগবাজার ক্রসিং অতিক্রম করছিল। ওই সময় রেল গেইটের বার নামানো হলেও মোটর সাইকেলটি তা পার হয়ে যাচ্ছিল। এসময় ট্রেনের ধাক্কায় দুই আরোহীই ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ফারহান নামে একজন মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মোটরবাইক আরোহী সুমন দাসের মৃত্যু ঘটে।