রাজশাহীর পুঠিয়ায় একটি আম বাগান থেকে পায়ের রগ কাটা অবস্থায় ওইর বক্স (৫০) নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নওপাড়া গ্রামের আজি প্রামাণিকের আম বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি গরু ব্যবসায়ী ওইর বক্স। আজ সকালে তার বাড়ির পাশে আজি প্রামাণিকের আম বাগানে তার লাশ পায় স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
তিনি বলেন, শ্বাসরোধ করে হত্যার পর পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।