সিলেটে বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে সন্তানের মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন রায়হানের মা।
রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১ টা থেকে স্বজনদের সাথে নিয়ে ফাঁড়ির সামনের রাস্তায় অনশনে বসেন তিনি। বলেন, ফাঁড়ির ইনচাজ প্রধান অভিযুক্ত এসআই আকবরসহ জড়িত সবাই গ্রেপ্তার না হওয়া পর্যন্ত, অনশন চালিয়ে যাবেন।
এদিকে হত্যা মামলার আসামি পুলিশ সদস্য টিটু দাসকে রিমান্ড শেষে, আদালতে তোলা হতে পারে আজ।