লালমনিরহাট সদর উপজেলায় ১২ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে তার চাচা এনামুল হককে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন থেকে গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এনামুল হক মহেন্দ্রনগর ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় ওই শিশুকে বাড়িতে রেখে তার মা পাশের বাড়িতে যান। এ সুযোগে তাকে ফুসলিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে চাচা এনামুল। পরে বাড়িতে ফিরে ওই শিশুর মায়ের চোখে এ ঘটনা ধরা পড়লে তিনি এনামুলকে আটকের চেষ্টা করেন। তবে এনামুল তাঁকে মারধর করে পালিয়ে যায়।
খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ওই শিশুকে উদ্ধারের পর লালমনিরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এরপর রাতেই অভিযান চালিয়ে মহেন্দ্রনগরের বটতলা এলাকা থেকে এনামুলকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে গতকাল রাতে এনামুলের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা করেন। পরে এনামুলকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, খবর পাওয়ামাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিশুকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে। পরে অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত এনামুল গ্রেপ্তার করা হয়।