শিরোপা জয়ে সবার উপরে মেসি

গত বছরে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ জিতেছিলেন। তারপরও শিরোপা জেতার ক্ষুধা যেন মেটেনি লিওনেল মেসির। নতুন চ্যালেঞ্জ নিতে ইউরোপের ফুটবলকে বিদায় দিয়ে এ তারকা পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। যে দেশে জনপ্রিয়তায় ফুটবলের অবস্থান ৪ নম্বরে, সেই দেশেই তিনি জাগিয়ে দিলেন নতুন ফুটবল-উন্মাদনা। একবারে তলানি পড়ে থাকা ইন্টার মিয়ামিকে অভিষেকেই শিরোপা এনে দিয়েছেন কিং লিও। যা ক্লাবটির ইতিহাসের প্রথম শিরোপাও। আজ লিগস কাপের ফাইনালে ন্যাশভিলকে টাইব্রেকারে ১০-৯ গোলে হারায় মেসির দল ইন্টার মিয়ামি।

রোববার মিয়ামিকে জিতিয়ে ফুটবল ইতিহাসে এককভাবে শিরোপা জয়ে সবার ওপরে উঠলেন মেসি। এ পথে তিনি পেছনে ফেলেছেন দীর্ঘদিনের সতীর্থ দানি আলভেজকে। তাকে ছাড়িয়ে এবার মেসি জিতলেন ৪৪তম শিরোপা। 

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৪ শিরোপা জিতেছেন মেসি। এরমধ্যে বার্সেলোনার হয়ে কিং লিও জিতেছেন ৩৫ শিরোপা। এদিকে কেআপা ডেল রের তিনি জিতেছেন ১০ বার। এদিকে সুপার কোপা ৮, চ্যাম্পিয়ন লিগ ৪, উয়েফা সুপার কাপ ৩, ফিফা ক্লাব বিশ্বকাপ ৩ বার জিতেছেন। এরপর পিএসজির জার্সিতে মেসি জিতেছেন লিগ ‘আঁ’ ২ বার, ট্রফি দে চ্যাম্পিয়নস ১ বার।  আর ইন্টার মিয়ামিরে হয়ে লিগস কাপের শিরোপা জিতেছেন  ১ বার। জাতীয় দলের হয়ে মেসি জিতেছেন বিশ্বকাপ,  কোপা আমেরিকা, লা ফিনালিসিমা, অলিম্পিক ও যুব বিশ্বকাপ একবার করে।