শেষ ওভারে জয়ের জন্য দরকার ১০ রান। কলকাতার কমলেশ নাগরকোটির প্রথম চার বলে মাত্র তিন রান নেন চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা। এতে ম্যাচ অনেকটাই হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম। কিন্তু শেষ পর্যন্ত কোনো অঘটন হতে দেননি চেন্নাইয়ের রবীন্দ্র জাদেজা।
ওভারের পঞ্চম বল ডিপ মিড উইকেট দিয়ে বল বাউন্ডারির বাইরে পাঠান জাদেজা। শেষ বলেও বাউন্ডারি হাঁকিয়ে চেন্নাইকে অবিশ্বাস্য জয় উপহার দেন জাদেজা। আইপিএলে শেষ বল ছক্কা মেরে ম্যাচ জেতানোর দশম ঘটনা এটি। যার চারটিই হয়েছে কলকাতার বিপক্ষে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার রাতের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। নিজেদের আইপিএল ইতিহাসে সবচেয়ে বাজে সময় পার করা চেন্নাই ১৩ ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে। এখনো পয়েন্ট টেবিলের তলানিতেই আছে মহেন্দ্র সিং ধোনির দল।
ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। দলের পক্ষে সর্বাধিক ৮৭ রানের ইনিংস খেলেন নিতেশ রানা। ৬১ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ১০ বাউন্ডারি ও ৪ ছক্কায়।
বাকিরা কেউ ৩০-এর ঘর পার করতে পারেননি। ১৭ বলে ২৬ রান করেন শুভমান গিল। ১০ বলে ২১ রান করেন দিনেশ কার্তিক। বাকিরা পুরোপুরি ব্যর্থ ছিলেন।
১৭৩ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন রুতুরাজ গায়কোড়। ৫৩ বলে তাঁর ইনিংসটিতে ছিল ছয়টি বাউন্ডারি এ দুটি ছক্কা। ৩৮ রান করেন আম্বাতি রাইডু। মাত্র ১১ বলে ৩১ রান করেন ম্যাচ জেতানো জাদেজা।