সরকার দুই পায়ের ওপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে যুবলীগ-ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসী, আরেকটি হচ্ছে তাদের সাজানো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বললেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার ডাকে (জাসাস) জিয়াউর রহমানকে ব্যঙ্গ করে কুরুচিপূর্ণ প্রচারণার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সাংস্কৃতিক সংগ্রাম কিন্তু রাজনৈতিক সংগ্রামের থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক সংগ্রামে যদি ওই সাংস্কৃতিক পরজীবীদেরকে আমরা প্রতিহত করতে না পারি, তাহলে সার্বভৌমত্ব থাকবে না, স্বাধীনতা থাকবে না।
তিনি বলেন, আমি সরকারকে বলতে চাই এবং আওয়ামী লীগের সাংস্কৃতিক কর্মীদেরকে বলতে চাই, আপনার তো সরকার আছে, নির্ভয়ে এটা করতে পারছেন। আর বিরোধীদল কথা বললে আপনারা জানেন এদের মিথ্যা মামলায় কারাগার, না-হলে গুম হতে হয়। তিনি বলেন, সরকারের সঙ্গে জনগণ নেই, আমাদের পেছনে জনগণ আছে। আমাদের দেশের জনগণ আছে বলেই এত অত্যাচার, এত নিপীড়নের পরও আমরা আমাদের কণ্ঠে আওয়াজ তুলি। টেকনাফ থেকে তেতুলিয়াসহ সারা দেশে এই আওয়াজ উৎক্ষিপ্ত হয়