সরকার দেশের সকল গণতান্ত্রিক ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একমাত্র বিএনপিই দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারে। সেটা জেনেই সরকার বিএনপি নেত্রীকে আটকে রেখেছে।
এসময়, ক্ষমতাসীনরা বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করছে উল্লেখ করে এর বিরুদ্ধে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করার আহ্বান জানান মির্জা ফখরুল।