দেশের যে কোন প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
বৃহস্পতিবার সিলেট সেনানিবাসে নতুন চারটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এমনটা বলেন। এসময় সেনাপ্রধান সেনাবাহিনীর গৌরবজ্জ্বল ইতিহাসও স্মরণ করেন। সেনাবাহিনীর আধুনিকায়নে গৃহীত পদক্ষেপের কথাও তুলে ধরেন জেনারেল আজিজ।
অনুষ্ঠানের আগে সেখানে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন সেনাপ্রধান।