সাভারে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ২২ বছরের যুবক ইব্রাহিম খলিল ওরফে খলিউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভারের ভাকুর্তা ইউনিয়নের নালিয়ারসুর এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, নালিয়ারসুর গ্রামের মজিবর রহমানের বাড়ির একটি কক্ষে ভাড়া থাকেন ওই শিশুর মা-বাবা। তাঁরা পোশাক কারখানায় কাজে গেলে কয়েক দিন ধরে শিশুটিকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে আসছিল প্রতিবেশী যুবক ইব্রাহিম খলিল ওরফে খলিউল্লাহ। পরে গতকাল শুক্রবার শিশুটিকে আবারও ধর্ষণ করে ওই যুবক। এ সময় শিশুটি অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তার মা-বাবাকে জানায়। এরপর শিশুটির বাবা সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবককে গ্রেপ্তার করে। ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। আটক যুবকের বাড়ি সিরাজগঞ্জে বলে জানা গেছে।
এ ঘটনায় শিশুটির বাবা যুবককে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় মামলা করেছেন।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুজন শিকদার বলেন, আজ শনিবার দুপুরে যুবককে আদালতে পাঠানো হবে।