সাভারে ট্রাকচাপায় যুবক নিহত

ঢাকার সাভারে ট্রাকচাপায় রুহুল মিয়া নামের (৩৩) এক যুবক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সাভারের শিমুলতলা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ বলছে, রাতে শিমুলতলা এলাকা দিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক রুহুল মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে হাইওয়ে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।