নতুন চলচ্চিত্র নির্মাণ করছেন বর্ষীয়ান নির্মাতা মনতাজুর রহমান আকবর। সম্প্রতি আয়না এর শুটিং শুরু হয়েছে সাভারে। টানা চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।
চলচ্চিত্রটির নামভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন জয় চৌধুরী। ছবিতে আরো আছেন আমান রেজা, তানহা মৌমাছি, বড়দা মিঠু প্রমুখ।
আজ সোমবার মনতাজুর রহমান আকবর বলেন, একেবারেই ভিন্ন ধরনের একটি গল্প নিয়ে কাজ করছি। এর গল্পে মানুষের জীবনের প্রতিচ্ছবি উঠে আসবে। অর্থাভাবে মানুষের বাড়িতে কাজ করা আয়নাদের নিয়ে ছবির গল্প এগিয়ে যাবে।
চিত্রনায়িকা আঁচল আঁখি বলেন, গ্রামীণ পটভূমি নিয়ে ছবির গল্প। মূলত গল্পটিই আমাকে কাজের অনুপ্রেরণা দিয়েছে। আয়না চরিত্রটির জন্য নিজেকে নতুন করে প্রস্তুত করেছি। ভালো চলচ্চিত্র ও চরিত্র পেলে নিয়মিত কাজ করতে চাই।
জয় চৌধুরী বলেন, খেটে-খাওয়া অজপাড়াগাঁর একজন সাধারণ মানুষ। সৎ ও নিষ্ঠাবান সবকিছুর মূলে তার পরিবার। পরিবারের মুখে দুবেলা ভাত দিতে অন্যের জমিতে কৃষিকাজ করি। আকবর স্যারের সঙ্গে কাজটি করতে পেরে ভালো লাগছে। নতুন অভিজ্ঞতা হবে বলে আশা করি।
ছটকু আহমেদের চিত্রনাট্য ও সংলাপে আয়না চলচ্চিত্রটি নির্মাণ করছেন মনতাজুর রহমান আকবর। সংগীত পরিচালনা করছেন অমিত চ্যাটার্জি ও ফিরোজ প্লাবন। চিত্রগ্রহণ করছেন আরাফাত। গীত রচনা করেছেন এন আই বুলবুল ও ফিরোজ প্লাবন। ছবিটি প্রযোজনা করছে মোহনা মুভিজ।