সিলেটে স্ত্রী হত্যায় যাবজ্জীবন কারাদণ্ড

সিলেটে স্ত্রী হত্যার দায়ে আসামি আবদুল মজিদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন নেসা খানম এ দণ্ডাদেশ দেন। সেইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন মো: জোবায়ের বখত এবং আসামিপক্ষে শাহ্ আলম মহিউদ্দিন। 

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর স্ত্রী লিপি বেগমকে দা দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন আবদুল মজিদ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত মামলাটির রায় দেন। দণ্ডপ্রাপ্ত আবদুল মজিদ সিলেটের শাহপরাণ (র:) থানার পীরেরচক গ্রামে বাসা ভাড়া নিয়ে থাকতেন।