সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আরও তিনজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। বেলা ১২ টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে হাজির করা হয় এজাহারভুক্ত আসামি রনি এবং সন্দেহভাজন আসামি রাজন ও আইনুলকে। ৭ দিনের রিমান্ড চাইলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।