হাজী সেলিম ও ইরফানের সম্পদের তথ্য সংগ্রহ করছে দুদক

হাজী সেলিম ও ইরফান সেলিমের সম্পদের প্রাথমিক তথ্য নিচ্ছে দুদক। দুদকের সিডিউলভুক্ত অপরাধ হলে তাদের বিরুদ্ধে অনুসন্ধান করে ব‌্যবস্থা নেওয়া হবে।

বললেন দুদক কমিশনার ড: মোজাম্মেল হক খান। আজ বুধবার দুপুরে এসব কথা বলেন তিনি। 

গেলো ২৫ অক্টোবর রাতে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর করেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার সহযোগীরা। পরে সোমবার তার পুরান ঢাকার বাসায় অভিযান চালায় র‌্যাব। 

অভিযানে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে গ্রেপ্তার করে র‌্যাব। এর আগে, ইরফানের গাড়িটি জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়।

ইরফানসহ ৫ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মারধর ও হত্যাচেষ্টা মামলা করেছেন নৌ বাহিনীর ওই কর্মকর্তা।