অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী ১৪ মাস পর ২০২১ সালের ডিসেম্বরে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে। আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনলাইন বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, এই রিজার্ভের সর্বোচ্চ ব্যবহারের বিষয়ে সরকার ভাবছে। গভর্নমেন্ট স্পন্সরড প্রকল্পে এই রিজার্ভ ব্যবহারের চিন্তা ভাবনা চলছে।
মন্ত্রী আরও বলেন, এক বছর আগে এই রিজার্ভ ছিল ৩২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। বর্তমানে তা বেড়ে ৪১ দশমিক ০৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এখন থেকে ১৪ মাস পর, ২০২১ সালের ডিসেম্বরে এই রিজার্ভ ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে।
আজকের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মোট ৮টি প্রস্তাবের অনুমোদন হয়। এর মধ্যে আছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক কাফকো থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগ গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গ প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) ২০২১ সালে প্রক্রিয়াকরণের জন্য ১৩ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল ক্রয়, বিআরটিএ এর আওতায় পাঁচ বছর মেয়াদে ঢাকা মেট্রো-১ অফিসে ১২ লেন বিশিষ্ট ভিআইসি (ভেহিকেল ইন্সপেকশন সেন্টার) স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, হার্ডওয়ার ইত্যাদি সরবরাহ, স্থাপন, পরিচালনা, মেইন্টেনেন্স ও মেয়াদ শেষে হস্তান্তরের জন্য কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) লিমিটেডকে নিয়োগের অনুমোদন ইত্যাদি।