২৯ নভেম্বর বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

যমুনা নদীর উপর ডুয়েল গেজ ডাবল লাইনের বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ করা হচ্ছে। আগামী ২৯ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বুধবার যমুনা নদীর উপর নির্মিত হতে যাওয়া বঙ্গবন্ধু রেল সেতুর দুই প্রান্তে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল পরিদর্শন শেষে রেল মন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, এই সেতুটি নির্মিত হলে উত্তরাঞ্চলে অধিক সংখ্যক ট্রেন চালানো সম্ভব হবে। সেতর উপর দিয়ে ১০০ কিলোমিটার গতিতে ট্রেন চলবে, ফলে সময় কমে যাবে।

রেলমন্ত্রী বলেন, সেতুটি উভয় অঞ্চলের যোগাযোগ রক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী ২০২৫ সালের মধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ হবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: শামসুজ্জামান, বঙ্গবন্ধু রেলসেতুর প্রকল্প পরিচালক প্রকৌশলী কামরুল আহাসানসহ আরও অনেকেই