মিয়ানমার থেকে পাচার করে নিয়ে আসার পথে ৪৭১ ভরি বার্মিজ স্বর্ণসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের ঘুমধুম বিওপি ফাঁড়ীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম সীমান্ত সংলগ্ন বালুখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আটককৃত ওই ব্যক্তি বালূখালী রোহিঙ্গা ক্যাম্পের কবির আহমদের ছেলে মো: কলিম। আটকের পরে তার শরীরে তল্লাশী চালিয়ে লুঙ্গির ভাজে রাখা ৩১টি স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ ৪৭১ ভরি বার্মিজ স্বর্ণ উদ্ধার করা হয়। আটক স্বর্ণের মূল্য তিন কোটি পনের লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশত ঊনসত্তর টাকা বলে জানায় বিজিবি।
বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে স্বর্ণ চোরাচালানের দায়ে আটক রোহিঙ্গাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তার নিকট হতে উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।