আকাশেই ভেঙে পড়ল ভারতের যুদ্ধবিমান

ভারতের রাজস্থানের সুরাটগড়ে দেশটির বায়ুসেনার একটি মিগ-২১ যুদ্ধবিমান ভেঙে পড়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় বায়ুসেনার পক্ষে টুইটে জানানো হয়, ওয়েস্টার্ন সেক্টরে ট্রেনিং চলাকালীন একটি মিগ-২১ বাইসন যুদ্ধবিমান ভেঙে পড়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে কোনো প্রাণহানি ঘটেনি। পাইলট অক্ষত রয়েছেন বলেও জানিয়েছে দেশটির গণমাধ্যম।

জানা গেছে, প্রশিক্ষণের জন্যই ওড়ানো হচ্ছিল যুদ্ধবিমানটি। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।