আঙ্কারায় হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য, ঢাকায় আতাতুর্কের

তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করা হবে। সেই সাথে বাংলাদেশের রাজধানী ঢাকায় আতাতুর্ক মোস্তফা কামাল পাশার একটি ভাস্কর্য নির্মাণ করা হবে।

ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান আজ ২ ডিসেম্বর, বুধবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে এমন তথ্য জানিয়েছেন।

সেই সাথে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে তুর্কি রাষ্ট্রপতি রিসেপ তায়েপ এরদোয়ান যোগ দিচ্ছেন বলেও রাষ্ট্রদূতের বরাতে নিশ্চিত করেছেন তথ্যমন্ত্রী।

জানা গেছে, আঙ্কারার বঙ্গবন্ধু ব্যুলভার্ড নামের সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য নির্মাণ করবে বাংলাদেশ সরকার। আর ঢাকার বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে তুর্কি সরকার স্থাপন করবে আতাতুর্ক মোস্তফা কামাল পাশার ভাস্কর্য। গত বছরের মে মাসে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।