ইভেন্ট ম্যানেজার হতে চাইলে

একজন ইভেন্ট ম্যানেজার বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নেন। এক সময় শুধু প্রাতিষ্ঠানিক পর্যায়ের অনুষ্ঠানের জন্য এ পেশার চাহিদা ছিলো। কিন্তু মানুষের ব্যস্ততা বেড়ে যাওয়ায় বর্তমানে ব্যক্তিগত অনুষ্ঠানের জন্যও ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের সুযোগ তৈরি হয়েছে।

এক নজরে একজন ইভেন্ট ম্যানেজার
সাধারণ পদবী: ইভেন্ট ম্যানেজার
বিভাগ: ইভেন্ট ম্যানেজমেন্ট
প্রতিষ্ঠানের ধরন: প্রাইভেট ফার্ম/কোম্পানি
পেশার ধরন: ফুল-টাইম, চুক্তিভিত্তিক
লেভেল: মিড
মিড লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা সীমা: ৪ – ৫ বছর
মিড লেভেলে সম্ভাব্য গড় বেতন: ২০,০০০ – ৪০,০০০ + লভ্যাংশ
মিড লেভেলে সম্ভাব্য বয়স সীমা: ৩০ – ৩৫ বছর
মূল স্কিল: অনুষ্ঠান আয়োজন সম্পর্কিত জ্ঞান, কর্মী ব্যবস্থাপনা, যোগাযোগের দক্ষতা
বিশেষ স্কিল: সমস্যা সমাধানের দক্ষতা, প্রজেক্ট ব্যবস্থাপনা
সাধারণত ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতেই এ পদ থাকে। আবার যেসব মার্কেটিং এজেন্সি অনুষ্ঠান আয়োজন করে, সেগুলোতেও এ পেশায় কাজের সুযোগ পাওয়া সম্ভব।

ইভেন্ট ম্যানেজারের কাজ কী?
অনুষ্ঠানের সামগ্রিক পরিকল্পনা ও বাজেট বানানো। অনুষ্ঠান আয়োজনের জন্য দরকারি সামগ্রী সংগ্রহের ব্যবস্থা করা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় কর্মী নিয়োগ ও তাদের কাজের দায়িত্ব ঠিক করা।
অনুষ্ঠানের সময় অতিথিদের সুবিধা-অসুবিধার দিকে খেয়াল রাখা।
পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠান ঠিকভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা নিশ্চিত করা অনুষ্ঠানের পর ভেন্যু পরিষ্কার করার ব্যবস্থা করা
এ পেশায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান নিয়ে আপনাকে কাজ করতে হবে। যেমন —
জন্মদিনের অনুষ্ঠান
বিয়ের অনুষ্ঠান
বিবাহবার্ষিকী
সাংস্কৃতিক অনুষ্ঠান বা প্রতিযোগিতা
মেলা
বনভোজন

একজন ইভেন্ট ম্যানেজার কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
শিক্ষাগত যোগ্যতা: সাধারণত বিশেষ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। অভিজ্ঞতা ও ব্যক্তিত্বের ভিত্তিতে অনেক ক্ষেত্রে এ কাজে নিয়োগ দেয়া হয়।
কিছু প্রতিষ্ঠানে ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রিপ্রাপ্ত না হলে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে আপনাকে দায়িত্ব দেয়া হবে না।
বয়স: সাধারণত বয়সের সীমা নির্দিষ্ট হয় না।
অভিজ্ঞতা: অধিকাংশ ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা দরকার হয়।
বিশেষ শর্ত: কিছু ক্ষেত্রে নারী বা পুরুষের কথা আলাদাভাবে উল্লেখ করা থাকতে পারে।

একজন ইভেন্ট ম্যানেজারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
অনুষ্ঠান আয়োজনের যাবতীয় দিক সম্পর্কিত জ্ঞান থাকতে হবে।
পরিকল্পনা করার দক্ষতা
বাজেট তৈরির দক্ষতা
যোগাযোগের দক্ষতা
দল পরিচালনা করার দক্ষতা
সময় ব্যবস্থাপনা বা নির্দিষ্ট সময়ের ভেতর কাজ শেষ করতে পারা
পরিশ্রম করার মানসিকতা ও সামর্থ্য

একজন ইভেন্ট ম্যানেজারের মাসিক আয় কেমন?
মাসিক আয় সাধারণত প্রতিষ্ঠানসাপেক্ষ হয়। মাসিক চুক্তির ক্ষেত্রে একজন ইভেন্ট ম্যানেজারের আয় মাসে ২০ হাজার টাকার মতো হতে পারে।
কিছু ক্ষেত্রে অনুষ্ঠানের লাভের উপর নির্ভর করে সম্মানী পাওয়া যায়। এটি অনুষ্ঠান বা প্রজেক্টসাপেক্ষ হয়। অর্থাৎ অনুষ্ঠানের আকার ও সংখ্যা যত বড় হবে, সম্মানির পরিমাণও সে অনুযায়ী বেশি হবে। সাধারণত একটি অনুষ্ঠান থেকে লাভের ৪০ শতাংশ দেয়া হয়। যোগাযোগের দক্ষতা ও পরিচিতি ব্যবহার করে অনুষ্ঠান ব্যবস্থাপনার চুক্তি আনতে পারলে এর চেয়েও বড় লভ্যাংশ অর্জন করা যায়।

একজন ইভেন্ট ম্যানেজারের ক্যারিয়ার কেমন হতে পারে?
অভিজ্ঞতাহীন হলে সাধারণত জুনিয়র ইভেন্ট এক্সিকিউটিভ হিসাবে আপনার ক্যারিয়ার শুরু হবে। পরবর্তীতে পারফরম্যান্সের ভিত্তিতে ইভেন্ট এক্সিকিউটিভ, হেড অফ ডিপার্টমেন্ট (যেমন, হসপিটালিটি বা কোঅরডিনেশন), বা প্রজেক্ট ম্যানেজার হিসাবে দায়িত্ব পাবেন। এরপর ইভেন্ট ম্যানেজারের কাজ পাওয়া সম্ভব।

ইভেন্ট ম্যানেজার হিসাবে ৭-১০ বছরের অভিজ্ঞতা অর্জনের পর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হতে পারেন। অনেকে অভিজ্ঞতা অর্জনের পর নিজ উদ্যোগে ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান খোলেন।