একটি ভাষণ

সিবগাতুর রহমান

একটি ভাষণ শতবর্ষের লালিত আশা,
একটি ভাষণ লাখ জনতার ভালোবাসা।
একটি ভাষণ ছোট্ট হলেও মর্ম গভীর,
একটি ভাষণ বীর বাঙালির উন্নত শির।

একটি ভাষণ নেতার দেওয়া চুড়ান্ত পথ,
একটি ভাষণ শিকল ভাঙার দৃপ্ত শপথ।
একটি ভাষণ ভীষণ ক্ষিপ্ত রাঙা তর্জনি,
একটি ভাষণ পিতার দীপ্ত বজ্রধ্বনি।

একটি ভাষণ ভূত তাড়ানোর নির্দেশনা,
একটি ভাষণ লাখ জনতার অনুপ্রেরণা।
একটি ভাষণ রমনার বুকে জনতার ঢল,
একটি ভাষণ মুক্তিকামী মানুষের বল।

একটি ভাষণ অত্যাচারীর বুকের কাঁপন,
একটি ভাষণ বিস্ফোরিত গণজাগরণ।
একটি ভাষণ প্রতিবাদের আগুন জ্বালে,
একটি ভাষণ জয়ের নেশায় রক্ত দোলে।

একটি ভাষণ নাশ করে সব শত্রু শিবির,
একটি ভাষণ দূর করে সব গহীন তিমির।
একটি ভাষণ শত্রু সেনার বুকের জ্বালা,
একটি ভাষণ সার কথা তার জয় বাংলা।

একটি ভাষণ দুঃখি মায়ের সুখের স্বপন,
একটি ভাষণ স্বাধীনতার সুখ শিহরণ।
একটি ভাষণ অমর কবির জীবনগাঁথা,
একটি ভাষণ তোমার-আমার স্বাধীনতা।

একটি ভাষণ বোনের আদর প্রিয়ার হাসি,
একটি ভাষণ ভীষণ রকম ভালোবাসি।
একটি ভাষণ বিশ্ববাসীর বড়ই প্রিয়,
একটি ভাষণ লক্ষ-কোটি সালাম নিও।