করোনায় বিশ্বে একদিনে আবারো সর্বোচ্চ প্রাণহানি

করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণে আবারো একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো বিশ্ব। ২৪ ঘণ্টায় রেকর্ড ১১ হাজার ৭শর বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ১৩ হাজারের বেশি। নতুন প্রায় সাড়ে ৫ লাখ রোগী নিয়ে বিশ্বের মোট আক্রান্তের সংখ্যা ৬ কোটি ছাড়িয়েছে।

মঙ্গলবার সবচেয়ে বেশি ২ হাজার ১শর বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। যা দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরুর পর থেকে দেশটির সর্বোচ্চ প্রাণহানি। এ নিয়ে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা প্রায় ২ লাখ ৬৬ হাজার। নতুন করে ভাইরাস পাওয়া গেছে ১ লাখ ৭৫ হাজার মানুষের দেহে।ইতালিতে একদিনে প্রাণ গেছে ৮৫৩ জনের। নতুন শনাক্ত হয়েছে ২৩ হাজারের বেশি। ব্রাজিলে ২৪ ঘণ্টায় ৬৩৮ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশটির মোট মৃত ১ লাখ ৭০ হাজার ছাড়াল।

এছাড়াও যুক্তরাজ্যে ৬০৮ ও ফ্রান্সে ৫৯২ জনের মৃত্যু হয়েছে। তবে এর মধ্যেই সপ্তাহের শেষে কড়াকড়ি শিথিল করতে যাচ্ছে ফ্রান্স সরকার।

এদিকে ভারতে নতুন করে প্রাণ গেছে ৪৮৯ জনের। ভাইরাস মিলেছে ৪৪ হাজারের বেশি মানুষের দেহে।