কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ২

রাজধানীর খিলক্ষেতের তিনশ ফিটে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পুলিশ ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া বলেন, ‘নিহতেরা হলেন আজমির খান লামি (২৯) ও আমির হোসেন রিয়াজ (২০)। আজমির ও আমির হোসেনসহ তাঁদের আরো কয়েকজন বন্ধু মিলে আরেক বন্ধুর জন্মদিন উদযাপন করতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরছিলেন সবাই।’

মোঃ বাচ্চু মিয়া আরো বলেন, ‘অন্য বন্ধুরা প্রাইভেটকারে থাকলেও আজমির ও আমির ছিলেন মোটরসাইকেলে। চলতি পথে একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে তাঁরা দুজন গাড়িটির নিচে পড়ে যান। এতে আজমিরের মুখ ও মাথা থেতলে যায়। আর আমিরের মাথায় আঘাত লাগে। দুজনই ঘটনাস্থলে মারা যান। এখন লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে। ওই কাভার্ডভ্যানটি খিলক্ষেত থানা পুলিশ আটক করেছে। তবে চালক ও চালকের সহকারী পলাতক আছে।’

আমির হোসেন রিয়াজের বড়ো ভাই বলেন, ‘আমির খিলক্ষেতের রেসিডেন্সিয়াল ল্যাবরেটরি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আর আজমির খান লামি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং মোবাইল অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং করতেন।’