কার্টুনিস্ট কিশোরকে র‌্যাব নির্যাতন করেছে: আইনজীবী

কার্টুনিস্ট আহমেদ কবীর কিশোরকে র‌্যাব নির্যাতন করেছে বলে আদালতে অভিযোগ করেছেন তার আইনজীবী। 

রোববার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগ করেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

অভিযোগে বলা হয়, ২০২০ সালের ৬ মে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় লালমাটিয়ার বাসা থেকে র‌্যাব-৩ এর সদস্যরা কিশোরকে গ্রেপ্তার করে। এরপর র‌্যাব সদস্যরা তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। 

শুনানিতে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, গত ২৩ ফেব্রুয়ারি মামলার নিয়মিত তারিখে চিরকুট দিয়ে তিনি এই তথ্য জানান। তাই আমরা নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা দায়ের করব। 

এ বিষয়ে আদালত বলেন, আপনারা মহানগর দায়রা জজ আদালতে দরখাস্ত দাখিল করলে উক্ত আদালতই এই মামলার নথি তলব পূর্বক তাকে হাজিরের জন্য পিডব্লিউ ইস্যু করতে পারবেন। 

এদিকে, একই দিনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার বিরুদ্ধে করা তিন দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।