চলচ্চিত্রে দিতে এসেছি নিতে আসিনি : ডিপজল

চলচ্চিত্রের মাদার সংগঠন চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। একই প্যানেল থেকে সভাপতি পদে লড়বেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

ডিপজল বলেন, ‘বর্তমানে আমরা দুজনই একের পর এক সিনেমা নির্মাণ করছি। অন্যদের যেভাবে সিনেমা নির্মাণ করার কথা তারা সেভাবে এগিয়ে আসছেন না। সমিতির ৫০ জন সদস্য যদি বছরে একটি করে সিনেমা নির্মাণ করত, তাহলে বছরে অন্তত ৫০টি সিনেমা দর্শক পেত। চলচ্চিত্রের আজকের এই দুরবস্থার সৃষ্টি হতো না। এ উদ্যোগটি কেউই নিচ্ছে না। অন্যরা এগিয়ে এলে চলচ্চিত্র গতি পেত এবং সিনেমা হলও বন্ধ হতো না।’

তিনি আরও বলেন, ‘আমাদের ব্যবসা-বাণিজ্য আছে। চলচ্চিত্র না বানালেও আমাদের কিছু যায় আসতো না। তারপরও ভালোবেসে চলচ্চিত্র নির্মাণ করে যাচ্ছি। আমরা চলচ্চিত্র থেকে নিতে আসিনি, দিতে এসেছি।’

এদিকে প্রযোজক সমিতির নির্বাচনে ডিপজল ও সেলিম খানের অংশগ্রহণের খবরে চলচ্চিত্রের লোকজন সাধুবাদ জানিয়েছেন। অনেকে মনে করছেন, এ দুজন এবং তাদের প্যানেল নির্বাচিত হলে চলচ্চিত্র খুব দ্রুত ঘুরে দাড়াবে। শিল্পী ও কলাকুশলীরা আবার কর্মমুখর হয়ে উঠবে। তাদের বেকারত্ব ঘুচবে। কেননা, তারা কথায় নয়, কাজে বিশ্বাসী। একের পর এক সিনেমা বানানোর উদ্যোগ নিয়ে সেটির প্রমাণ দিয়েছেন।

প্রভাতনিউজ/এনজে