টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলা: বিশ্বকাপ শেষে এবার বাংলাদেশের সামনে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। আর কিছুক্ষণ পরই মিরপুরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ইতোমধ্যে হয়ে গেছে টস। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বিশ্বকাপের পর বাংলাদেশ দলে হয়েছে ব্যাপক রদবদল। নেই প্রায় ছয় সিনিয়র ক্রিকেটার। তারণ্যে ঠাসা দল নিয়ে অভিজ্ঞ পাকিস্তানের মোকাবেলা করতে হবে মাহমুদউল্লাহদের। তিন পেসার ও দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলতে যাচ্ছে বাংলাদেশ।

নাসুম খেলছেন এই ম্যাচে। চমক দিয়ে স্কোয়াডে আছেন ডানা হাতি লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

অন্যদিকে পাকিস্তানে স্কোয়াডে নেই পেসার শাহিন শাহ আফ্রিদি। দলে ফিরেছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে মরিয়া পাকিস্তান।

বিশ্বকাপের মোমেন্টাম ধরে রাখতে চায় বাবর আজম শিবির। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপটা পাকিস্তানের কেটেছে দুর্দান্ত। যদিও শেষটা হতাশার। সুপার টুয়েলভ পর্বে পাচটি ম্যাচ জেতা একমাত্র দল ছিল পাকিস্তান। যদিও সেমিতে এক ম্যাথু ওয়েডের শেষের ঝলকে ফাইনাল খেলা হয়নি তাদের। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় অস্ট্রেলিয়া।

বাংলাদেশ দল: নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।

পাকিস্তান দল: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফকর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হাসান আলী, হ্যারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

প্রভাত নিউজ/এবিএস