তিস্তা চুক্তি নিয়ে এখনো আশায় বুক বেধে আছি: পররাষ্ট্রমন্ত্রী

ভারতের সঙ্গে অভিন্ন ৬টি নদীর পানি চুক্তি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (২৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিস্তা নিয়ে ভারতকে চাপে রাখা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ভারতের প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে বেশ কিছু সমঝোতা স্মারক সই হবে।

মন্ত্রী বলেন, আমরা দেশের বড় বড় ৬টি নদী নিয়ে কথা বলেছি, তিস্তার খসড়া চুক্তির প্রতিটি পাতায় উভয় দেশ সই করে রেখেছে, কিন্তু এখনো জিনিসটি রাজনৈতিকভাবে সম্পূর্ণ হয়নি।  তারা এ ব্যাপারে একমত যে চুক্তি হবে। কিন্তু তাদের কিছু অসুবিধার কারণে তারা সেটি দিতে পারছেন না। আমরা সব সময় আশায় বুক বেধে আছি।