পাটুরিয়ায় নেই ঘরমুখী মানুষের ভিড়

পাটুরিয়া-দৌলদিয়া নৌরুটে গতকাল শনিবার (৮ মে) সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। দিনের বেলা শুধুমাত্র জরুরি সেবা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স পারাপার অব্যাহত ছিল। কিন্তু যাত্রীদের দিনভর অতিরিক্ত চাপে রাতের দিকে সবগুলো ফেরি ছেড়ে যাত্রী পারাপার করা হয়।

এদিকে ঘাট এলাকায় মানুষের ঢল ঠেকাতে আজ রবিবার (৯ মে) সকাল থেকেই মানিকগঞ্জের প্রবেশ মুখের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এতে করে জেলার ভেতর ঢাকা ত্যাগ করে আসা কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সকাল থেকেই বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলদিয়া নৌরুটের ফেরি চলাচল। পাটুরিয়া ফেরিঘাটে ঘরমুখী মানুষের ভিড় দেখা যায়নি।

প্রশাসনের কঠোর নজরদারিতে পরিচয়পত্রে মানিকগঞ্জের স্থায়ী বাসিন্দা ছাড়া কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না বিজিবি।

বাংলাদেশ নৌপরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, ‘সকাল থেকে ঘাটে ফেরি চলাচল বন্ধ আছে। জরুরিভাবে অ্যাম্বুলেন্স পারাপার হচ্ছে। গত দুইদিনের তুলনায় ঘাটে যাত্রীর চাপ অনেকটাই কম।’