ফের আন্দোলনে বেলজিয়ামের টিকাবিরোধীরা, ব্যাপক সংঘর্ষ

করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ায় কঠোর বিধিনিষেধ চালু করার সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়ামে সরকার।

করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ায় কঠোর বিধিনিষেধ চালু করার সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়ামে সরকার।

দেশটির সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে ফের আন্দোলনে নেমেছে টিকাবিরোধীরা। এতে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়।

স্থানীয় সময় গতকাল রোববার দেশটির রাজধানী ব্রাসেলসে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, অন্তত ৮ হাজার বিক্ষোভকারী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন।

এসময় তারা ফ্রিডম বলে চিৎকার করতে থাকেন। পুলিশ বাধা দিতে গেলে তারা পাথর নিক্ষেপ করেন। তাদেরকে ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে পুলিশ।

উল্লেখ্য, গত নভেম্বরের শেষ দিকেও ব্রাসেলসে বিপুল সংখ্যক বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সহিংস বিক্ষোভে জড়ায়।

ওই ঘটনার পর বহু মানুষকে আটকও করে দেশটির পুলিশ। সূত্র: আল-জাজিরা, রয়টার্স।
প্রভাতনিউজ/এনজে