বিএনপি পানিঘোলা করতে চায়: নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বৈশ্বিক সংকট মোকাবিলার জন্য আপ্রাণ চেষ্টা করা যাচ্ছেন, তখন বিএনপি নামক দলটি দণ্ডিত খালেদা জিয়ার মুক্তি এবং পলাতক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পানিঘোলার চেষ্টা করছে।

সোমবার (২১ নভেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির আহ্বায়ক মাঠ পরিদর্শনে গিয়ে একথা বলেন।

আওয়ামী লীগের সিনিয়র এ নেতা বলেন, শেখ হাসিনা যখন বৈশ্বিক সংকট, অর্থনীতিক অবস্থা অক্ষুণ্ণ রাখার জন্য যখন চেষ্টা করছেন তখন একটি রাজনৈতিক দল, তাদের দণ্ডপ্রাপ্ত দুই নেতা খালেদা জিয়া এবং তারেককে দেশে ফিরিয়ে আনার জন্য পানিঘোলা করার চেষ্টা করছে। দায়িত্বশীল বিরোধীদল হিসেবে বিএনপির দেশের মানুষের প্রতি যদি কর্তব্যবোধ থাকে, মমত্ববোধ থাকে, তাহলে তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার কথা ছিল। পক্ষান্তরে, তারা আর কালবিলম্ব করতে চায় না। দণ্ডপ্রাপ্ত খালেদার মুক্তি এবং লন্ডনে অবস্থানরত তারেককে দেশে ফিরে আনাই একমাত্র লক্ষ্য। তারা অনেক পরিকল্পনা করছে, দেশের ভিতর অস্থিতিশীলতার জন্য।

ডিসেম্বরে বিএনপির সমাবেশের বিষয়ে ইঙ্গিত করে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম মেম্বার বলেন, তারা (বিএনপি) ১০ লাখ লোক জমায়েত করবে এই কথাটি চিৎকার করে বলেছে। তাদের অবশ্যই ১০ লাখ লোক জমায়েত হতে পারে, এমনতর জায়গা যেতে হবে। ঢাকাবাসীকে যদি অশান্ত, বিশৃঙ্খলা, অরাজকতা সৃষ্টি করেন তাহলে আমাদের তো সন্দেহ থেকেই যায় যে, ২০১৪ সালে এই বিএনপি-জামায়াত এদেশে অরাজকতা সৃষ্টি করেছে। বাস পুড়িয়েছে। মানুষ পুড়িয়ে মেরে ফেলেছে। রেললাইন উপড়ে ফেলেছে, রেলস্টেশন জ্বালিয়ে দিয়েছে। কাজেই সাপকে বিশ্বাস করা যায় কিন্তু বিএনপি-জামায়াতকে বিশ্বাস করা যায় না। আমরা বিষধর সাপকে নিয়ে অত্যন্ত সতর্ক, দেশবাসীও সতর্ক।

দলীয় সম্মেলনের বিষয় মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির আহ্বায়ক নানক বলেন, সম্মেলন নিয়ে আনন্দ উৎসবের কোনো ঘাটতি নাই। নেত্রী কঠোরভাবে বলেছেন, বৈশ্বিক এই সংকটে মধ্যে সমস্ত সম্মেলনগুলো অত্যন্ত সীমিত পরিসরে এবং স্বল্প খরচের মধ্যে করতে হবে। সেই নির্দেশনা অনুসরণ করে সম্মেলনগুলো সম্পূর্ণ করার জন্য দৃঢ় ও সংকল্পবদ্ধ।

এ সময় দলের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সম্মেলনের সব কার্যক্রম চলছে। সবার মাঝে উৎসাহ উদ্দীপনা কাজ করছে।

পালিয়ে যাওয়া জঙ্গিদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, এদেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছে বিএনপি। তাদের পৃষ্ঠপোষকতায় একযোগে সিরিজ বোমা হামলা চালিয়েছে জঙ্গিরা। শুধু তাই নয়, বিএনপি জঙ্গিবাদ সৃষ্টি করে একুশে আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এই দেশের জঙ্গিবাদ নির্মূল করেছে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনসহ দলের জাতীয় সম্মেলনের মঞ্চ-সাজসজ্জা এবং স্বেচ্ছাসেবক ও খাদ্য উপকমিটির সদস্যরা।