বেয়ারস্টো ঝড়ে ইংল্যান্ডের জয়

২২ গজে ব্যাট হাতে দোর্দন্ড প্রতাপ দেখিয়েছেন জনি বেয়ারস্টো। এই ইংলিশ ব্যাটসম্যানের ঝড়ে এলোমেলো দক্ষিণ আফ্রিকার বোলিং।

তাতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি সহজেই জিতেছে দক্ষিণ আফ্রিকা সফররত ইংল্যান্ড। শুক্রবার কেপ টাউনে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে চার বল হাতে রেখে ৫ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড।

ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার বেয়ারস্টো ৪৮ বলে ৯ চার ও ৪ ছক্কায় সাজান ৮৬ রানের বিধ্বংসী ইনিংস। ইংলিশদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন বেন স্টোকস। এ দুই ব্যাটসম্যান চতুর্থ উইকেটে ৬৫ রানের জুটি গড়েন। তাতে জয়ের ভিত পেয়ে যায় ইংল্যান্ড।

স্টোকস ১ চার ও ৩ ছক্কায় ৩৭ রান তুলে শামসির বলে আউট হলেও বেয়ারস্টো শেষ পর্যন্ত টিকে ছিলেন। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ডানহাতি ব্যাটসম্যান।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে স্বাগতিকদের হয়ে ব্যাট হাতে দ্যুতি ছড়ান ফাফ ডু প্লেসিস। ৪০ বলে ৫৮ রান করেন ডু প্লেসিস। ৪ চার ও ২ ছক্কা হাঁকান তিনি। এছাড়া ভন ডার ডুসেন ২৮ বলে ৩৭, কুইন্টন ডি কক ২৩ বলে ৩০ ও ক্লাসেন ১২ বলে ২০ রান করেন। ইংলিশদের সেরা বোলার স্যাম কুরান। ডানহাতি পেসার ২৮ রানে নেন ৩ উইকেট।

রোববার পার্লে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে দুই দল।