ভাইয়ের সামনে বোনকে ছিনিয়ে নিয়ে বিয়ের প্রস্তাব, রাজি না হওয়ায় কুপিয়ে হত্যা

১৬ বছরের এক কিশোরীকে কুপিয়ে হত্যা করলো ২৩ বছরের এক যুবক। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এমন কাণ্ড ঘটিয়েছে ওই যুবক। সম্প্রতি ভারতের গুজরাটের জেতলসর এলাকায় এই ঘটনা ঘটনা ঘটেছে। ওই কিশোরীকে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, গত ১৭ মার্চ ওই কিশোরীকে হত্যার ঘটনা ঘটেছে। ওইদিন নিজের বাড়িতে ভাইয়ের সঙ্গে ছিল কিশোরীটি। তখন তাদের বাড়ি থেকে কিশোরীটিকে টেনে বের করে নিয়ে যায় জয়েশ সরভাইয়া নামের ওই যুবক। কিশোরীকে বিয়ের প্রস্তাব দেয়।

তবে ওই কিশোরী বিয়ের প্রস্তাব নাকচ করে দেয়। এরপর ক্ষুদ্ধ হয়ে ধারালো ছুরি দিয়ে ৩২ বার আঘাত করে জয়েশ। এসময় বড় বোনকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে কিশোরীটির ভাইও। এ ঘটনায় দোষীর কঠোর শাস্তি চেয়েছে কিশোরীটির বাবা। বিষয়টি নিয়ে রাজনৈতিক নেতারাও বক্তব্য দেয়া শুরু করেছে।

কংগ্রেস নেতা হার্দিক পাটেল এবং এনসিপি নেতা রেশনা পাটেলও কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করেন। এসময় তারা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপির সভাপতি সিআর পাটিল। দোষীকে শাস্তি দিতে সরকার সচেষ্ট বলেও জানান তিনি।