মরক্কোর জয়ে আরব বিশ্বে খুশির আমেজ, টুইট ইমরান খানের

চলতি কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী পর্তুগালকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে আফ্রিকার সিংহ মরক্কো। এই জয়ের সুবাদে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিলো আটলাস লায়ন্সরা।

এদিকে ঐতিহাসিক এই জয়ে গোটা মরক্কো যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। তবে শুধু মরক্কোয় নয়, আরব বিশ্বেই চলছে খুশির আমেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও শুভেচ্ছায় ভাসছেন মরক্কোর ফুটবলাররা। এমনকি পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও মরক্কোকে শুভকামনা জানিয়ে টুইট করেছেন।

টুইটবার্তায় ইমরান খান বলেন, ‌‘ফুটবল বিশ্বকাপে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে জয়ের জন্য মরক্কোকে অভিনন্দন। প্রথমবার একটি আরব, আফ্রিকান এবং একটি মুসলিম দল ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। পরবর্তী ম্যাচগুলোর জন্য তাদের সাফল্য কামনা করছি।’

কাতার বিশ্বকাপে ৩২টি দল থেকে মাত্র চারটি দল টিকে আছে। বাকি আছে সেমি আর ফাইনাল যুদ্ধ। আগামী ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। পরদিন একই সময়ে ফ্রান্স ও মরক্কোর লড়াই।