যুক্তরাষ্ট্র নির্মিত গোয়েন্দা ড্রোন ধ্বংস করল হাউছিরা

ঢাকা: ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা দাবি করেছে যে তারা একটি যুক্তরাষ্ট্র নির্মিত গোয়েন্দা ড্রোন ধ্বংস করেছে। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়নি শাফাক।

হাউছি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া শারি এক টুইটার পোস্টে বলেছেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি যুক্তরাষ্ট্র নির্মিত স্ক্যান ঈগল স্পাই প্লেনকে (গোয়েন্দা ড্রোন) গুলি করে ধ্বংস করেছে। ইয়েমেনের মারিব প্রদেশের সারওয়াহ জেলায় চলমান যুদ্ধ ও সহিংসতার মধ্যেই এ ড্রোনটিকে ধ্বংস করা হয়।

ইয়াহিয়া শারি বলেন, আমরা ওই গোয়েন্দা ড্রোনটিকে উপযুক্ত অস্ত্র দিয়ে ধ্বংস করেছি। কিন্তু, তিনি কোনো বিশেষ অস্ত্রের নাম উল্লেখ করেননি।

এ বিবৃতি দেয়ার সময় ইয়েমেনের হাউছি কর্তৃপক্ষ বলেননি যে কোন পক্ষ এ গোয়েন্দা ড্রোন ব্যবহার করেছে। কিন্তু, অতীতে তারা সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোটকে দায়ী করত এ ধরনের ড্রোন অভিযানের জন্য।

এদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও ইয়েমেন সরকারের পক্ষ থেকে হাউছিদের এমন দাবির বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। সূত্র : ইয়েনি শাফাক।

প্রভাতনিউজ/এবিএস