শামিমার বিধ্বংসী ব্যাটিং সহজ জয় পেল বাংলাদেশ

৩০ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলে বাংলাদেশকে সহজ জয় এনে দিলেন শামীমা সুলতানা। ৮২ রানের টার্গেটে ব্যট করতে নেমে ১২ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে ফারজানা হক ২৯ বলে ২৬ রান এবং নিগার সুলতানা ১১ বলে ১০ রান করেন।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ১৯.৪ বল ব্যাটিং করে সব উকেট হারিয়ে বাংলাদেশকে ৮২ রানের টার্গেট দেয় থাইল্যান্ড।

থাইল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন ফান্নিতা মায়া। নাথাকান চানথামের ব্যাট থেকে এসেছে ২০ রান।

বাংলাদেশের পক্ষে রোমানা আহমেদ ৩ ওভারে এক মেডেনসহ ৯ রানে তিন উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট পেয়েছেন সোহেলি আখতার, সানজিদার আক্তার ও নাহিদা আক্তার। সালমা খাতুনের শিকার একটি উইকেট।

সাত দেশের এ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ও থাইল্যান্ড ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে ম্যাচ খেলবে। ফলে গ্রুপ পর্বে প্রতিটি দলের ম্যাচ দাঁড়াবে ছয়টি করে। পয়েন্ট তালিকার সেরা চার দল উঠবে সেমিফাইনালে।

বাংলাদেশ একাদশ
ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, সোবহানা মোস্তারি, শামীমা সুলতানা, রিতু মনি, সালমা খাতুন, নাহিদা আক্তার, সোহেলী আক্তার, শানজিদা আক্তার, জাহানারা আলম