সমুদ্র সম্পদকে অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমুদ্র সম্পদকে দেশের কাজে লাগানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার।

রোববার (১৫ নভেম্বর) সকালে কোস্টগার্ডের নয়টি জাহাজ ও ভোলার একটি ঘাঁটির কমিশনিং অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, করোনার কারণে অর্থনীতির গতি যেন থমকে না যায় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

এ সময় সততা, দেশপ্রেম ও ঈমানের সঙ্গে কাজ করে যেতে কোস্টগার্ড সদস্যদের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান। সমুদ্র এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি, প্রাকৃতিক দুর্যোগে ভূমিকার জন্য বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি।