সাতকানিয়ায় ১৬ ইউপিতে ভোট কাল

ঢাকা: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৬টি ইউনিয়নে সোমবার ৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নে ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৩৫ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাতকানিয়া উপজেলার ১৬ ইউপির মধ্যে চারটিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্য ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের ১৭ জন বিদ্রোহী প্রার্থীসহ মোট ৩৯ জন প্রার্থী রয়েছেন।

এদিকে ১৬ ইউপিতে সংরক্ষিত নারী সদস্য পদে ১৪২ জন ও সাধারণ সদস্য পদে ৫৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৬ ইউপির ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৪৭টি ও কম ঝুঁকিপূর্ণ ৮৮টি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, অন্যান্য উপজেলার ইউপি নির্বাচনের চেয়ে সাতকানিয়ায় ইউপি নির্বাচনে নির্বাচনী প্রচার প্রচারণার প্রথম থেকেই সহিংসতা শুরু হয়েছে। তাই এ উপজেলার ১৬টি ইউনিয়নের ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য এক হাজার ৩৬৩ জন পুলিশ, ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। তাদের সাথে প্রয়োজনীয় সংখ্যক র‌্যাব, বিজিবি, এপিবিএন, ডিবি, এসবির সদস্যরাও সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষার কাজে দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, ‘আমরা আশা করছি অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন সম্পন্ন করতে পারব।’

প্র্রভাতনিউজ/এবিএস