সাবেক কোচের ভাবনায় কেমন হবে টাইগার স্কোয়াড?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিবকে আবারো তিন নম্বরে দেখতে চান টাইগারদের সাবেক কোচ সারোয়ার ইমরান। তামিম-লিটন ওপেনিং, সঙ্গে মিডল অর্ডারে সৌম্যের উপস্থিতি; যা দলের ব্যাটিং শক্তিকে আরো বাড়াবে বলেও বিশ্বাস তার। আসন্ন সিরিজে বাংলাদেশকে ফেবারিট বললেও ক্যারিবিয়ানদের এই দলটার বিপক্ষে টাইগারদের সতর্ক থাকারও পরামর্শ সারোয়ার ইমরানের।

সংখ্যার হিসেবে পাক্কা ৩১৩ দিন, তবে প্রতীক্ষার হিসেবে যেন কয়েক যুগ। ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট আর ওয়ানডে সিরিজ নিয়ে উৎসবে মাতার অপেক্ষা। শুরু হয়ে গেছে নানা হিসাব-নিকাশ।

২০১৯ বিশ্বকাপের পর আবারো পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামছে টিম টাইগার্স। তাইতো প্রশ্ন উঠছে কেমন হবে চূড়ান্ত স্কোয়াড? কিংবা ব্যাটিং লাইনআপটাই বা হবে কেমন? করোনাকালে যে কয়েক দেশি কোচ খুব নিকটে থেকে কাজ করেছেন টাইগার ক্রিকেটারদের নিয়ে, তাদের একজন সারোয়ার ইমরান। জানালেন তার সেরা একাদশ। প্রত্যাবর্তনের সিরিজে খুব বেশি পরীক্ষা করার বিপক্ষেও তিনি।

ক্রিকেট কোচ সারোয়ার ইমরান বলেন, ‘তামিম ইকবালকে ওপেনিংয়ে দেখতে চাই। তার সঙ্গে লিটন দাস। এ ছাড়া সাকিবকে ওয়ান ডাউনে নামালে ভালো হবে। মিডল অর্ডারে মুশফিক, সৌম্য, মাহমুদুল্লাহরা দায়িত্ব পালন করলে ভালো ফল আসবে আশা রাখি।’

কোচ সারোয়ার ইমরানের দৃষ্টিতে খর্ব শক্তির ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট এই দুই সিরিজেই বাংলাদেশ ফেবারিট। প্রতিপক্ষের সামর্থ্য আর হোম সিরিজ হওয়া টাইগারদেরও দিলেন সতর্কবার্তা।

ক্রিকেট কোচ সারোয়ার ইমরান বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা। তবে স্বাগতিক হিসেবে বাংলাদেশই এখানে ফেবারিট। তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। নতুনদের সুযোগ দিতে হবে।’

পুরোপুরি হোম কম্বিনেশনকে কাজে লাগানোর ক্ষেত্রেও বিসিবিকে পরামর্শ দিলেন টাইগারদের সাবেক এই গুরু।