সৌমিত্রের অস্ত্রোপচার সফল, দেওয়া হবে প্লাজমা

প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় একমাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা কখনও উন্নতি আবার কখনও অবনতির দিকে যাচ্ছে। ভেন্টিলেশনে রেখে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন গুণী এ অভিনেতাকে সুস্থ করে তোলার।

ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, বুধবার (১১ নভেম্বর) সৌমিত্রের শ্বাসনালিতে সফল অস্ত্রোপচার হয়েছে। নতুন করে তার শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি। তবে তিনি বেশ দুর্বল।

হাসপাতালের চিকিৎসক অরিন্দম কর গণমাধ্যমকে জানান, প্রবীণ এ অভিনেতাকে প্লাজমা থেরাপি দেয়ার পরিকল্পনা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকেই এ থেরাপি দেয়া হতে পারে। তবে এই মুহূর্তে সৌমিত্রের অন্যান্য সমস্যাগুলো চিকিৎসকদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই খুব সর্তকতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছেন অরিন্দম কর ও তার সহযোগীরা।

করোনায় আক্রান্ত হয়ে ৬ অক্টোবর কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চিকিৎসাধীন অবস্থায় পুরোপুরি অচেতন হয়ে পড়েছিলেন তিনি। মিউজিক থেরাপি দিয়ে তার জ্ঞান ফেরানো চেষ্টাও হয়েছে। কিছুদিন আগে, মেয়ের ডাকে চোখ খোলার চেষ্টা করেছিলেন এ অভিনেতা।