২০ ফেব্রুয়ারি শুরু বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর যৌথ মহড়া

ঢাকা: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ছয় দিনব্যাপী দ্বিপক্ষীয় কৌশলগত এয়ারলিফট মহড়া আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হবে।

‘কপ সাউথ ২২’ নামে ছয় দিনব্যাপী এ যৌথ মহড়া ঢাকার কুর্মিটোলা সেনানিবাস ও সিলেটের অপারেটিং লোকেশন আলফায় অনুষ্ঠিত হবে।

যৌথ এ মহড়ার লক্ষ্য হলো- কৌশলগত এয়ারলিফ্ট সর্টিজ ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে দ্বীপক্ষীয় সম্পর্ক জোরদার করা।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় মার্কিন প্যাসিফিক বিমানবাহিনী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানের ইয়োকোটা বিমান ঘাঁটির ৩৭৪তম এয়ারলিফ্ট উইং থেকে মার্কিন বিমানবাহিনীর প্রায় ৭৭ জন সদস্য ও ৩৬তম এয়ারলিফ্ট স্কোয়াড্রনের সি-১৩০জে সুপার হারকিউলিস বিমান এবং প্রায় ৩০০ জন বাংলাদেশী বিমানবাহিনীর সদস্য ও দুটি বাংলাদেশী সি-১৩০জে বিমান এ মহড়ায় যোগ দেবে।

৩৬তম এয়ারলিফ্ট স্কোয়াড্রনের ডিরেক্টর অব অপারেশনস লেফটেন্যান্ট কর্নেল কিরা কফি বলেন, ‘বাংলাদেশ বিমানবাহিনী আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার এবং কোপ সাউথ আমাদের কৌশলগত এয়ারলিফ্ট সর্টিজ ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে এই অংশীদারিত্বকে শক্তিশালী করতে দেয়।’

‘আমাদের যৌথ লক্ষ্য মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারকরণে এটি গুরুত্বপূর্ণ।’ সূত্র : ইউএনবি।

প্রভাতনিউজ/এবিএস