জন্মদিনে দোয়া চাইলেন আমিন খান

ঢালিউড অভিনেতা আমিন খান। নব্বইয়ের দশকে সালমান শাহ, ওমর সানীর সঙ্গে চলচ্চিত্রে তার পথচলা শুরু। খুব অল্প সময়ের মধ্যে নিজস্ব একটা জায়গা গড়ে নেন তিনি। সমসাময়িক অনেক অভিনেতার পথচলা থেমে গেলেও এখনো নিজেকে ধরে রেখেছেন ফ্যাশন সচেতন গ্ল্যামার বয় আমিন খান। অভিনয় করছেন নাটক-চলচ্চিত্রেও।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আমিন খানের জন্মদিন। বিশেষ এ দিনে কোনো আয়োজন রাখেননি তিনি। বরং স্ত্রী স্নিগ্ধা খান, দুই পুত্র ফারহান, ইশানকে নিয়ে সময় কাটাচ্ছেন এই অভিনেতা।

আমিন খান বলেন, ‘জন্মদিনে সবার কাছে দোয়া চাই, দিনটি যেন ভালোভাবে কেটে যায় পরিবারের সঙ্গে। আমার স্ত্রী স্নিগ্ধা ও দুই সন্তান ফারহান, ইশানের জন্য সবার কাছে দোয়া চাই। আল্লাহ যেন তাদের সুস্থ রাখেন, ভালো রাখেন।’

আমিন খান ‘অবুঝ দুটি মন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। মোহাম্মদ হোসেন পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে ছিলেন রথী। প্রথম সিনেমা দিয়েই তিনি দর্শকের মন জয় করেছিলেন। এ পর্যন্ত প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।