মহামারি ও মৃত্যুর মিছিলে ছেয়ে যাওয়া একটি বছর কেটে গেল। আজকের সূর্যোদয়ের মধ্য দিয়ে নতুন বছরকে (২০২১) বরণ করে নিল পুরো পৃথিবী। করোনার বিপদ এখনো না কাটলেও, নতুন বছরকে ঘিরে আশার স্বপ্ন দেখছেন সবাই। ক্রিকেটাররাও চাচ্ছেন পুরোনো গ্লানি কাটিয়ে নতুন বছর হোক আনন্দময়। করোনামুক্ত সুন্দর পৃথিবীর অপেক্ষায় ক্রিকেটারেরা।
২০২১ সালকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটারেরা। নিজেদের ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করে যুক্তরাষ্ট্র থেকে শুভেচ্ছা জানিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনি লিখেছেন, ‘স্রষ্টার আশীর্বাদ সবসময় আপনাদের সঙ্গে থাকুক। নতুন বছর হোক সুস্বাস্থ্যময় ও সমৃদ্ধিশালী।’
মুশফিকুর রহিম জানিয়েছেন, নতুন বছরে আরো ভালো মানুষ হয়ে ওঠার প্রত্যয়। পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আরো একটা বছর চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে ও সুস্বাস্থ্যে রেখেছেন। আমরা জানি, ২০২০ সাল অনেকেরই চরম দুর্দশায় কেটেছে। একই সঙ্গে বছরটা আমাদের শিখিয়েছে জীবনের অনেক ছোটো ব্যাপারে নতুন করে চিন্তা করতে, যেগুলো আমরা হয়তো চিন্তাই করতাম না। নতুন বছরে আমরা যেন ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেদের আরো ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারি। জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে তর সইছে না আমার। আশা করি সবার মুখে হাসি এনে দিতে পারব ইনশা আল্লাহ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক লিখেছেন, ‘নতুন বছর হোক আনন্দ ও ইতিবাচকতায় পূর্ণ। শুভ নববর্ষ।’
মা-বাবার ফানুস ওড়ানোর একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন পেস তারকা তাসকিন আহমেদ। আরেক পেসার রুবেল হোসেন ফেসবুকে লিখেছেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। করোনামুক্ত একটি সুন্দর পৃথিবীর অপেক্ষায়। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, তিনি যেন প্রতিটি মানুষকে সুখে শান্তিতে রাখেন।’
মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘২০২০ সাল আমাদের সবার জন্যই ছিল অনেক কঠিন, ক্রিকেটের জন্যও ছিল বাজে এক বছর। বছরটি ছিল কেবল টিকে থাকার, আমাদের বেশি কিছু করার ছিল না। এবার তাই প্রার্থনা করছি ২০২১ সাল আমাদের সবার জন্য নিরাপদ, স্থিতিশীল ও সুখময় হোক। দারুণ এক বছর কাটুক সবার।’