নতুন বছরের শুরু থেকে দেশের পুঁজিবাজারে লেনদেনে ইতিহাস সৃষ্টি করছে। আগের দিনের ধারাবাহিকতায় সোমবার (৪ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ২১০০ কোটি টাকা ছাড়িয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯১ পয়েন্টে অবস্থান করছে। তবে শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ২৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১৯৩ কোটি ১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৯২৫ কোটি ৭৭ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৬২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫৭টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টি শেয়ার দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৭২ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩৪ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৬০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৮৭১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৯১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪৭টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৮১ কোটি ৫০ লাখ টাকা।