রাজধানীতে ২০০ বোতল ফেনসিডিলসহ আটক এক

রাজধানীর মিরপুর থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ রাজু আহমেদ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর ২টায় মিরপুর-১ এর মাজার রোড থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এসি জাবেদ ইকবাল। 

তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ঔ ব্যক্তিকে ফেনসিডিলসহ আটক করা হয়।  এর সঙ্গে জড়িত আরও কেউ আছে কিনা- তা জানার চেষ্টা চলছে। এর আগে আরও কয়েকজনকে আটক করা হয়েছে। বিস্তারিত তথ্য প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।