বাংলাদেশ সফর চূড়ান্ত করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০২১ সালে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। সফরে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা। নিজেদের আগামী ২৪ মাসের সূচিতে এমনটাই জানিয়েছে পাকিস্তান।
পরবর্তী ২৪ মাসে পাকিস্তান দুটি এশিয়া কাপ ও আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি আসরে অংশ নেবে। ২০২১ এশিয়া কাপ হবে শ্রীলঙ্কায়। আর ২০২২ এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান।
এছাড়াও আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে দশটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান।
পাকিস্তানের সম্ভাব্য ভবিষ্যৎ সূচি:
২০২০:
অক্টোবর/নভেম্বরে: ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি
নভেম্বর/ডিসেম্বর: নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি
২০২১:
জানুয়ারি/ফেব্রুয়ারি- ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি
এপ্রিল- জিম্বাবুয়ের মাটিতে তাদের বিপক্ষে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি
জুন- ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি
সেপ্টেম্বর/অক্টোবর- ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি
নভেম্বর- বাংলাদেশের মাটিতে টাইগারদের বিপক্ষে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি
ডিসেম্বর- ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি
২০২২:
ফেব্রুয়ারি/মার্চ- ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি
জুলাই- শ্রীলঙ্কার মাঠে তাদের বিপক্ষে ৩টি করে টেস্ট ও ওয়ানডে।
বৈশ্বিক
টুর্নামেন্ট:
২০২১ সালে শ্রীলঙ্কায় এশিয়া কাপ (সূচি চূড়ান্ত হয়নি)
২০২১ সালে অক্টোবর/নভেম্বরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ
২০২২ সালে পাকিস্তানে এশিয়া কাপ (সূচি চূড়ান্ত হয়নি)।