ভোট যেই পাক, সরকারি দলই জিতবে : নজরুল ইসলাম

ভোট যেই পাক সরকারি দলই জিতবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এমন হিসাব এখন জনগণের কাছে স্পষ্ট হওয়ায় জনগণ ভোট দিতে ভোট কেন্দ্রে যায় না।

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, জনগণ যে সরকার, কমিশন ও ভোট ব্যবস্থার প্রতি আস্থাহীন হয়ে পড়েছে তা বোঝা গেছে।

সোমবার বিকেলে নয়াপল্টণে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বাজারে পণ্যমূল্য প্রতিদিন বাড়ছে, কষ্ট করছে শ্রমজীবী মানুষ আর সরকার ব্যস্ত মিথ্যাচার আর ইস্যু তৈরি করে জনমত ঘুরিয়ে ক্ষমতায় টিকে থাকতে।

তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। অপদার্থ নির্বাচন কমিশনের প্রতি তাকিয়ে থাকলে চলবে না, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ক্ষমতাসীনরা দেশ থেকে গণতন্ত্র নির্বাসনে পাঠিয়েছে। গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নাই বলেও মন্তব্য করেন তিনি।