ময়লার বালতিতে মিলল দুই বছরের শিশুর মরদেহ

রাজধানীর হাজারীবাগে ময়লার বালতি থেকে দুই বছরের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে হাজারীবাগ থানা পুলিশ।

মঙ্গলবার সকালে হাজারীবাগ থানার ৫৩ এনায়েতগঞ্জ লেনের একটি বাসার ময়লার বালতি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাজারীবাগ থানার ওসি সাজিদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে শিশুটির পরিচয় জানা যায়নি।